ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হলো ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দেওয়ার অন্যতম একটি ব্যবসায়ীক প্রতিষ্টান। এটা অন্য কোন ব্যবসায়ীক প্রতিষ্টানের মতো নয়। এখানে সূলভ মূল্যে সকল প্রকার ডিজিটাল সেবা প্রদান করা হয়।
যে সেবাগুলো ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে প্রদান করা হয় তা নিন্মরূপ যেমন-
১. কম্পিউটার প্রশিক্ষন।
২. জন্ম নিবন্ধন ।
৩. মৃত্যু নিবন্ধন।
৪. ওয়ারিশ সনদ।
৫. স্কাইপি দিয়ে দেশের বাহিরে ছবি দেখে কথা বলা যায়।
৬. জমির পর্চার আবেদন করা হয়।
৭. ছবি তুলা হয়্।
৮. ফটোকপি করা হয়।
৯. কম্পোজ করা হয়।
১০. সকল প্রকার পরীক্ষার ফলাফল জানা যায়। ইত্যাদি আরো অনেক সেভা এখানে প্রদান করা হয়।
১১. লেমিনেটিং
১২. ইন্টার নেট, ই-মেইল।
১৩. ভিসা চেক।
১৪. বিমান টিকেট।
১৫. হজ্জ ও ওমরা বুকিং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস