১. সরাসরি মাঠ পর্যায়ে কৃষি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হয়।
২. ফসলেল চাষাবদ সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ প্রদান।
৩. নতুন ফসল ও ফসলের জাত সমর্কে কৃষকদের ধারণা প্রদান।
৪. নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে কৃষকদের উদ্বদ্ধু করা।
৫. আধুনিক চাষাবাদ সম্পর্কিত বিষয়ে কৃষক/কৃষানীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৬. মান সম্মত উন্নত জাতের বিভিন্ন ফসলের বীজ/কলমের সাধে পরিচয় করা।
৭. ভূগর্ভস্থ পানির অপচয় রোধকল্পে এ ডবল্ডিও ডি ব্যবহারের জন্য সেচ স্কীম আওতায় কৃষকদের সাথে সভা করা।
৮. ফলের প্রাপ্যতা নিশ্চিত করনে বাড়িতে ফলবাগান স্থাপন ও তদারকি করা।
৯. মাটি পরীক্ষাকরে সার প্রয়োগে কৃষকদের উদ্বদ্ধু করা।
১০. সুষম মাত্রায় সার প্রয়োগে ইউ এস জি/ এল সি সি ব্যবহারে কৃষকদের উদ্বদ্ধু করা।
১১. বিভিন্ন ভেজাল সার নির্নয় করা ও কৃষকদের জ্ঞাত করা।
১২. মাটির জৈব পদার্থবা বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রকারের কম্পোজ সার উৎপাদন করা।
১৩. সঠিক পদ্ধতিতে বালাইনাশক ব্যবহার ও প্রাপ্তিস্থান সম্পর্কিত সেবা প্রদান করা।
১৪. পরিবেশ বান্ধব ও বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমন ফাদ ও বিষটোপ ফাদ, জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের উদ্বদ্ধ করা।
১৫. ফসলের ক্ষতিকর পোকার সাথে পরিচিতি ও দমন ব্যবস্থা করা।
১৬. ফসলেল রোগের আক্রমনের লক্ষণ ও প্রতিকার সম্পর্কিত সেবা প্রদান।
১৭. কৃষকের বন্ধু পোকার সাথে পরিচিতি ও সংরক্ষণের ব্যবস্থা করা।
১৮. কৃষকের চাহিদা মোতাবেক বিক্রয় প্রতিনিধির কাছে পর্যাপ্ত সার মজুদের ব্যবস্থা করা।
১৯. নিয়মিত কীটনাশক ও সার ডিলারদের মনিটরিং করা।
২০. ডি এ ই কর্তৃকি বিভিন্ন প্রকল্প মাঠে সুষ্ঠভাবে বন্টন করা।
২১. কৃষি পন্য ও উপকরন সম্পর্কিত বাজারদর সাথে কৃষকদের জ্ঞাত করা।
২২. কৃষি বিষয়ক বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে কৃষকদের যোগাযোগের ব্যবস্থা করা।
১. এস.এম. জাহাঙ্গীর আলম সুমন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
ব্লক : ছোট মোহাম্মদপুর
২. নাজনীন খন্দকার রীনা
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
ব্লক : গয়েশপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস