Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

 

সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।

কি কি সেবা পেতে পারেন :-

উদ্বোধন পরবর্তী সমগ্র বাংলাদেশে যে কয়েকটি ইউআইএসসি সেবার মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্থান দখল করেছে তার মধ্যে সুন্দলপুর মডেল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রটি অন্যতম। গ্রামে ইন্টারনেট সেবার দেওয়ার মাধ্যমে শুরু করে আজ একটি আধুনিক উন্নত সেবা কেন্দ্র হিসাবে নিজ স্বকীয়তায় উজ্জ্বল।

 

সুন্দলপুর মডেল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে নিন্ম লিখিত সেবা গুলো পাওয়া যাচ্ছেঃ

1) অনলাইন জন্ম নিবন্ধন ও সনদ প্রদান

2) অনলাইন মৃত্যু নিবন্ধন ও সনদ প্রদান

3) মোবাইল ব্যাংকিং

4) পল্লী বিদ্যূৎ বিল গ্রহন করা

5) টেলি মেডিসিন সাভিস

7) কৃষি তথ্য ও পরামর্শ

8) বিভিন্ন দেশের ভিসা চেক

9) ভিডিও কনফারেন্সিং

10) বিদেশ যাওয়া কর্মীদের পরামর্শ প্রদান

11) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত আধুনিক ল্যাবে

         ক) কম্পিউটার অফিস অ্যাপলিকেশন

         খ) ডাটাবেইজ প্রোগ্রামিং

         গ) গ্রাফিকস ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম

12) ইন্টারনেট ব্রাউজিং

13) কম্পিউটার কম্পোজ, ই-মেইল, লেমিনেটিং ইত্যাদি

14) ডিজিটাল ফটো ষ্টোডিও

15) অনলাইনে জমির খতিয়ান উত্থোলন

16) বিভিন্ন আইনী সহায়তা * বিমান টিকেট * পাসপোট প্রসেসিং ইত্যাদি।

 উল্লেখিত সেবা সমূহ বর্তমান প্রচলিত বাজার মূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়া হচ্ছে।

“দ্রুত সময়ে *কম খরচে*উন্নত সেবা”

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র