সুবিল ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল। কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক নাগররিক সুবিধা সমূহ :
১. গবাদী প্রাণির টিকা বীজ সরবরাহ ও প্রয়োগ করা।
২. হাসঁ/মুরগীর প্রতিষেদক টিকা সরবরাহ ও প্রয়োগ।
৩. প্রাণি ও পাখির প্রাথমিক চিকিৎসা প্রদান।
৪. গবাদী প্রাণির যেমন-দুগ্ধ খামার স্থাপন ও রেজি: নাম্বর প্রদান করা।
৫. মোরগ/মুরগীর খামার স্থাপন মেযন-লেয়ার ও বয়লার মুরগীর খামার স্থাপন ও রেজি: নাম্বর প্রদান।
৬. বিভিন্ন খামার পরিদর্শন ও তদারকি করা।
৭. বিভিন্ন খামার স্থাপনে কৃষকদের উদ্ভুদ্ধ করা।
৮. গবাদী প্রাণির খাদ্য হিসাবে উন্নত জাতের ঘাষ চাষ পদ্ধতি প্রদান।
৯. বিভিন্ন সম্প্রসারণ কাজ করা।
১০. গরু মোটা তাজা করণ পদ্ধতি শিক্ষা প্রদান করা।
১১. দারিদ্র বিমোচনে ছাগর পালনে কৃষকদের উদ্ভদ্ধ করা।
১২. বিভিন্ন পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দান।
১৩. কবুতর ও কোয়েল পালনে কৃষকেরদ পরামর্শ দান।
১৪. ভেড়া পালনে কৃষকদের আগ্রহী করা।
১৫. এন.এ.টি.পির কাজ তদারকি করা।
মো: জামাল উদ্দিন তালুকদার
ভি.এফ.এ
প্রাণি সম্পদ কল্যাণ কেন্দ্র
সুন্দলপুর মডেল ইউনিয়ন
দাউদকান্দি, কুমিল্লা।
মোবাইল : 01711160465
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস