Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী যোগাযোগ

দাউদকান্দি উপজেলাধীন ০১ নং সুন্দলপুর মডেল ইউনিয়নে অন্তর্গত গয়েশপুর গ্রামে অবস্থিত। ঢাকা-ট্টগ্রাম মহাসড়কের শহীদনর বাজার হইত দক্ষিণ দিকে গয়েশপুর গ্রামটি অবস্থিত শহীদনগর বাজার থেকে রিক্সসা কিংবা সি এন জি যোগে গয়েশপুর গ্রামে যাওয়ার পর সুন্দলপুর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র অবস্থিত।

তাৎক্ষণিক সেবা প্রদানকারীর গুণাবলীঃ
একজন সফল সেবা প্রদানকারীর বা প্রতিবিধানকারীর অবশ্যই নিম্নলিখিত গুণাবলীর অধিকারী হওয়া আবশ্যক।
১. সাহায্যের প্রয়োজন দেখা দিলেই দ্রুত সাড়া দিতে হবে।
২. পদ্ধতিগত উপায়ে ধীরস্থিরভাবে নিরীক্ষণের কাজ শেষ করে প্রয়োজনীয় প্রতিবিধানের বা সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে।
৩. শ্বাসরোধ, রক্তক্ষরণ, স্নায়বিক আঘাত ইত্যাদির প্রতিবিধান আগে করে তারপর অন্য কাজে হাত দিতে হবে।
৪. নির্ধারিত উপকরণের উপর নির্ভর না করে হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই প্রতিবিধানের কাজ সমাপ্ত করতে হবে।
৫. পারিপার্শ্বিক অবস্থার প্রতি গুরুত্ব আরোপ করে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন- টলায়মান গৃহ, চলমান যানবাহন বা যন্ত্রপাতি, বিপদজনক বৈদ্যুতিক তার, আগুন, বিষাক্ত গ্যাস, প্রতিকূল আবহাওয়া, আশ্রয় স্থান, পর্যাপ্ত আলো ইত্যাদি।

তাৎক্ষণিক সেবা প্রদানের বা প্রতিবিধানের পদ্ধতিঃ
প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কিছু সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে । অনুরূপভাবে প্রাথমিক প্রতিবিধানের বা সেবা প্রদানের ক্ষেত্রেও কিছ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয় । যেমন -

১. ক্ষিপ্র গতিতে অথচ ঠান্ডা মাথায় নিঃসংকোচে আগের কাজ আগে এবং পরের কাজ পরে এই নীতিতে কাজ করতে হবে।
২. শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন দেখা দিলে কৃত্রিম পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস  চালিয়ে যাবার ব্যবস্থা করতে হবে।
৩. রক্তক্ষরণ থাকলে দ্রুত তা বন্ধের ব্যবস্থা করতে হবে।
৪. স্নায়বিক আঘাতের চিকিৎসার দিকে মনোনিবেশ করতে হবে।
৫. যতটুকু না করলেই নয় শুধু ততটুকু করতে হবে। কোনক্রমেই অধিক নড়াচড়া বা বাড়াবাড়ি করা চলবে না। মনে রাখতে হবে এটা আপাততঃ চিকিৎসা যা প্রকৃত চিকিৎসা হাতের নাগালে না থাকার কারণে দেওয়া হচ্ছে যেন প্রকৃত চিকিৎসা প্রাপ্তি পর্যন্ত অসুস্থ ব্যক্তি তুলনামূলকভাবে সুস্থ্ থাকে। ইউনিয়নের নাম : ০১ নং সুন্দলপুর মডেল ইউনিয়ন

 

গ্রামের নাম : গয়েশপুর

উপজেলা নাম : দাউদকান্দি

জেলা : কুমিল্লা।

ওয়ার্ড নং : ০৬