১. ভূমি উন্নয়ন কর আদায়।
২. সরকারী খাস ভূমির হেফাজ তকরন।
৩. ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।
৪. নামজারীর প্রস্তাব দেয়া।
৫. অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
৬. প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
৭. সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।
জমির রেকর্ড সংরক্ষণ ও হালনাগাদ করণ। কৃষি খাস জমির রক্ষনা বেক্ষণ। ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরন কার্যক্রম।
(ক) ভূমি উন্নয়ণ কর ১৯৭৬ ইং অনুযায়ী নির্ধারিত হারে ভূমি উন্নয়ন কর আদায় করে দাখিলা প্রদান করা হয়।
(খ) নামজারী ও জমা খারিজ “ফি” ২৪৫/- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কানুনগো এর প্রবেদন প্রাপ্তির পর নোটিশ জারীর মাধ্যমে উভয় পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল কাগজ পত্র দেখা হয়। এছাড়া নোটিশ প্রাপ্তির সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে নাম জারী হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস