আদেশের লিপি: সুন্দলপুর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত। মোকাদ্দমা নং ১১/১৪ উপজেলাঃ দাউদকান্দি জেলাঃ কুমিল্লা।
দরখাস্ত কারীঃ হানিফ গং । অপরপক্ষঃ মোখলেছ মাঝী গং।
আদেশের সারমর্ম ১৯/১২/২০১৩
অদ্য বাদী বিবাদি হাজির আছে। উভয় পক্ষের মনোনিত প্রতিনিধী সহ স্বাক্ষী হাজির আছে। উভয় পক্ষের প্রতিনিধী গন দীর্ঘক্ষন পর্যালোচনা পূর্বক হয় যে।বাদীর অভিযোগ সত্য।বাদীর অভিযোগ কৃত ৮ শতাশং জমি অত্র ইউনয়নের চাঁদগাও ওমর উদ্দিন বিশ্বাশ বাড়ীর দরজায় জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসার নামে ওকাফ কৃত। উক্ত ওয়াফকৃত সম্পত্তি ভবিষ্যতে পূর্ব দেবীপুর ওমর উদ্দিন বিশ্বাষ বাড়ীর দরজায় জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসার অনুকুলে ভোগ দখল থাকিবে। উক্ত রায় সর্ব সম্মতি ভাবে প্রদান করা হয় এবং মনোনিত প্রতিনিধি গন স্বাক্ষর করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস